পৃথক মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন আন্দোলনের কর্মী, চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষিকা রোমেনা আকতার, চট্টগ্রাম মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিরুদ্ধে চট্টগ্রামে ভিন্নভাবে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য যে আন্দোলন হয় তার অন্যতম নেত্রী। সেই সময়ে যে চমেক হাসপাতাল কর্মকর্তা-কর্মচারী সমন্বয় সংগ্রাম ঐক্য পরিষদ গঠিত হয়েছিল ঐ সংগঠনের আহবায়কের গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেছেন। জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির সাথে থেকে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই আন্দোলনের ফসল হিসেবে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ এখনো সরকারি প্রতিষ্ঠান হিসেবে স্বল্প মূল্যে বা বিনা মুল্যে জনসাধারণের চিকিৎসার সুযোগ পাচ্ছে। ফৌজদার হাটের মনোরম পরিবেশে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ চলছে। রোমেনা এখন গুরুতর অসুস্থ।

২০১৯ সালে প্রথম রোমেনার গুরুতর রোগ ক্যান্সার ধরা পড়ে। দেশে এবং বিদেশে চিকিৎসার পর বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে তিনি নিজ বাসভবনে আছেন। জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক ডা. মহফুজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ এই সংগ্রামী নেত্রীকে দেখতে যান এবং তার রোগমুক্তি কামনা করেন। তারা রুমানার চিকিৎসার ব্যাপারে সরকারসহ সবাইকে এগিয়ে আসার আহবান জানান।