৭১ সালের মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রাম শহরের বেশ কয়েকজন গ্রুপ কমান্ডার মিলে একটি নতুন সংগঠনের সৃষ্টি করেছেন। এতে বেশ কয়েকজন ডেপুটি কমান্ডারও যুক্ত হয়েছেন। সংগঠনটির ঘোষণায় বলা হয় মুক্তিযোদ্ধার সম্মান ও স্বার্থ রক্ষার জন্যই তাদের এই উদ্যোগ। তারা জানান, মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডার ফোরাম বা মুক্তিযোদ্ধাদের অন্যান্য কোন সংগঠনের সাথে তাদের কোন বিরোধ নেই। তাদের লক্ষ্য হলো তাদের নিজ নিজ গ্রুপের মুক্তিযোদ্ধাদের, সহযোদ্ধাদের একটি সঠিক তালিকা তৈরী করে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো। যারা ইতিমধ্যে তালিকা ভুক্ত হয়েছেন বা হননি (মৃত বা জীবিত) তাদের সবার তালিকা তৈরী করা হবে। এটি তারা করবেন নিজ উদ্যোগে। এর সাথে বিদ্যমান তালিকার কোন বিরোধ থাকবেনা। এই তালিকার অনুমোদনের জন্য তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিবেন।

মূলত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরীর জন্য তারা নিজ উদ্যোগে সরকারকে সহযোগিতা করতে চান। এই তালিকা সরকার ইচ্ছা করলে তার বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে যাচাই করে নিতে পারবে, তবে যাচাইয়ের ফলাফলও এই কমিটিকে জানাতে হবে। সরকার তাদের দেয়া তালিকা গ্রহণ না করলে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করবেন বলে তারা জানান। উদ্যোক্তাদের মতে সঠিক তালিকা প্রণয়নের ব্যাপারে এটাই হতে পারে সর্বোত্তম পন্থা। তারা আরো জানান সরকারি তদন্তে যদি প্রমাণিত হয় তালিকায় কোন ভুল লোকের নাম এসেছে তবে সরকার তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিবে তা তারা মাথা পেতে নিবেন।